বুধবার ৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
* কে বা কার হুকুমে আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে মামালার বাদীকে আহত করেছিল।
* কে/কার হুকুমে মামলার বাদী আহত হওয়ার পরেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দিয়েছিল।
* মামলার এজাহারে উল্লিখিত অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার করা।
* মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মামলার ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।