নারী সংস্কার কমিশন বাতিলের বিষয়ে সমমনা ইসলামি দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার (২৩ এপ্রিল) সকালে পাঁচ ইসলামি দলের সাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের বৈঠকের পর এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ইসলামি দলগুলো আগামী নির্বাচনে যেন একটি বাক্সে সব ভোট পাঠাতে পারে সে বিষয়ে সকলে একমত হয়েছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের বিষয়ে ইসলামি দলগুলো মতামত দিয়েছে।
ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামি দলগুলো এক থাকবে বলেও জানান মুফতি রেজা
বৈঠকে অংশ নেয়া দলগুলো হলো -ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।