বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জয় পায় রিয়াল। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আরদা গুলার। তবে জয় নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। শেষ সময়ের দুইটি দুর্দান্ত সেভে স্বাগতিক গেতাফের গোলের উৎসব মাটি করে দেন বেলজিয়ান এই তারকা।
শেষ দিকে গেতাফে রিয়ালের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। মোট ২০টি শট নেয় তারা, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু কোর্তোয়ার দৃঢ় দেয়াল ভেদ করতে পারেনি কোনোটি। অন্যদিকে রিয়াল ১৪টি শট নিয়ে ৭টিতে লক্ষ্যে রাখে।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট, রিয়ালের পয়েন্ট ৭২। মৌসুমের বাকি ৫ ম্যাচে দুই দলের সামনে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।