সম্প্রতি অভিনেত্রীর ৪ বছরের সম্পর্কে ভেঙে গেছে। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল। বিষয়টি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন।
মাহি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’
অভিনেত্রী যোগ করেন, ‘জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।’
সবশেষ প্রেমের ফিরিস্তি শেয়ার করে লিখেছেন ‘এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম।’
বছর দুয়েক আগে প্রকাশ্যে এনেছিলেন প্রেমিকের কথা। সেই সময় অভিনেত্রী জানান, ‘আমার অসুস্থতার সময় ছায়ার মতো পাশে থেকে সেবা করেছেন। আমরা তিন ভাইবোন। মা–বাবা দুজন সিলেটে থাকেন। আমরা তিন ভাইবোন আগে ঢাকায় থাকতাম। ওরা দুজন পড়াশোনা করতে ইউকে আর ইউএসএতে চলে গেছে। এই সময়টায় শাফি আমার পাশে থেকেছে। অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময়টায়ও আমার টেককেয়ার করেছে।’
এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা। অবশ্য শুধু এ এই প্রণয় বিচ্ছেদের কথাই নয়, এই অভিনেত্রী এখন শনির দশায় রয়েছেন- সেসব কথাও জানালেন। জানালেন একের পর এক খারাপ সময় খারাপ সময় পার করে এখন ক্লান্ত।