ভুক্তভোগী দুই কৃষকের নাম তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। তারা হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তুলশীপুর গ্রামের বাসিন্দা। তারা ভুল করে ভারতের সীমান্তের ভেতরে ঢুকে পড়েছিলেন বলে দাবি স্বজনদের। কিন্তু সেখানে তাদেরকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন ভারতীয় নাগরিকেরা। দেশে ফেরানোর পর ওই দুই কৃষকের নামে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। বর্তমানে তারা হবিগঞ্জ জেলা কারাগারে আছেন।
এ বিষয়ে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, জামাল মিয়া ও তোফাজ্জলকে গত রোববার বিজিবি তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে থানায় মামলা করেছে বিজিবি। ওই দিনই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, তোফাজ্জল ও জামাল মিয়া গত রোববার সকালে গ্রামের পাশে কৃষিকাজ করতে গিয়ে ভুলে ভারতের পশ্চিম ত্রিপুরা সিদাই এলাকায় ঢুকে পড়েন। এ সময় সেখানকার লোকজন তাদের আটক করে মারধর শুরু করেন। এ ঘটনার ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। ভিডিওতে দেখা যায়, ভারতীয় লোকজন লাঠিসোঁটা দিয়ে বাংলাদেশি দুই নাগরিককে মারধর করছেন। তাদের একজন নিযার্তনের শিকার হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের পা ধরে সহায়তা চাইছেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে আসেন। মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আটককৃতদের পরিচয় নিশ্চিত করেন স্বজনরা। পরে বিষয়টি নিয়ে রোববার বিকেলে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক শেষে দুই কৃষককে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
নির্যাতনের শিকার জামাল মিয়ার ভাই কামাল মিয়া জানান, তার ভাই কৃষিকাজে সীমান্তে যান। ভুলে হয়তো সীমান্ত পাড়ি দেন। তখন সেখানকার লোকজন তার ভাই ও তোফাজ্জল নামে আরও একজনকে আটক করে মারধর করেন। সেই মারধরের ভিডিও দেখে তাদের শনাক্ত করেন।
এ বিষয়ে বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ জানান, বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের সঙ্গে গত রোববার বিকেলে পতাকা বৈঠক করেন। পরে ওই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে তাদের কাছে হস্তান্তর করেন। তারা ভারতে অনুপ্রবেশ করায় তাদের মাধবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।