রাজধানীর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করছেন দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও আল-আমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদক জানায়, কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে। এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি
এর আগে, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।