ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে প্রেম করে লুকিয়ে বিয়ে সারেন শ্রাবন্তী ও রোশান। কিন্তু বিয়ের এক বছর না পেরোতেই দাম্পত্য কলহ তৈরি হয় তাদের সংসারে।
দীর্ঘ সময় সেপারেশনে থাকার পর গত বছর সেপ্টেম্বরে পাকাপাকি বিচ্ছেদের জন্য আইনি প্রক্রিয়ায় হাঁটেন তারা। আদালত সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ডিভোর্সের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেন।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) তাই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতে উপস্থিত হন রোশান ও শ্রাবন্তী। দুইজনের উপস্থিতিতে শ্রাবন্তী ও রোশানের ডিভোর্স পেপারে আইনি সিলমোহর দেন আদালত।
দুইদিন পেরোতেই বিচ্ছেদের খবর রোশান সংবাদমাধ্যমে জানান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে রোশান বলেন, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। এখন থেকে আমরা একে অপরের কাছে অপরিচিত।
জানা যায়, তৃতীয় পক্ষের উপস্থিতিতেই শ্রাবন্তীর সংসারে উঠেছে ভাঙনের সুর। অনামিকা নামের এক নারী এসেছে জিম প্রশিক্ষক রোশানের জীবনে।
ডিভোর্স পর্ব শেষ হওয়ার পর এবার প্রেমিকা অনামিকাকে কি বিয়ে করতে চলেছেন রোশান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবেমাত্র বিচ্ছেদ হয়েছে। এখন নিজের জীবনটা একটু গুছিয়ে নিতে চাই। তবে চলতি বছরেই অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করব।
এদিকে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় অনামিকার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন রোশান। যা নতুন জীবনের শুরুর ইঙ্গিত রোশানের। তবে রোশানের বিয়ের খবর ভালো ভাবে নেননি শ্রাবন্তী ভক্তরা।