বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলা আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ হোসেন এ নির্দেশ দেন।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজী কেরামত আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার এক জন অন্যতম আসামি।
গত ৩০ আগস্ট রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শিক্ষার্থী রাজিব মোল্লা। এই মামলায় তার জামিন চাওয়া হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে রোববার (৬ এপ্রিল) রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে।