ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন। যা অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজরে এসেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সাথে আলোচনায় বসবেন তিনি।
আজ বাফুফে সভাপতির সাথে বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা। রাতে এক বার্তায় বিষয়টি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১১ মার্চ যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফাহমিদুল ইসলাম।
ইতালির চতুর্থ সারির লিগের ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলেন ফাহমিদুল। লিগে দলটির অবস্থান ১৩তে। তাকে বাদ দেয়ায় সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। শিলংয়ে হবে বাংলাদেশের ভারত পরীক্ষা।