জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তারকাও। সোমবার (১০ মার্চ) বিকেলে প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। যদিও গত বছরের তুলনায় এবারের তালিকায় বাংলাদেশি শিল্পীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন এ দেশের পাঁচ শিল্পী। এবার তিনজন।
প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের সুবাদে এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তাঁর, সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম—দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ।
ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন কিছু নয়। যেহেতু অনেক বছর ধরে তিনি টলিউডে নিয়মিত কাজ করছেন, ফলে প্রায় প্রতিবছর মনোনয়ন তালিকায় তাঁর নাম থাকে। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন।
এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া।