রোববার (২ মার্চ) ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।
খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনেই পালন করে জানিয়ে তারেক রহমান বলেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারি কি না। এ বিষয়টি চিন্তা করার জন্য আমি আলেম-ওলামাদের অনুরোধ করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি। রমজান আমাদের শেখায় সংযম ও ধৈর্যশীল হতে। রমজান আমাদের শেখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ উদযাপনের ব্যাপারে কেউ কেউ দাবি তুললেও সিংহভাগ আলেমের এতে সায় নেই। তারা জানান, একই দিনে রোজা ও ঈদ উদযাপনের স্লোগানটি আবেগি, বাস্তবসম্মত নয়। চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ উদযাপনের কথা বলা হয়েছে হাদিসে। একই দিনে রোজা ও ঈদ উদযাপনের কথা কোথাও বলা হয়নি।
আলেমরা বলেন, সর্বক্ষেত্রে সৌদি আরব বা আন্তর্জাতিক অভিন্ন সময় মানা হলে পাঁচ ওয়াক্ত নামাজের বেলায় কী হবে? অঞ্চলগত ব্যবধানে দেখা যায়, আমরা যখন ফজরের নামাজ আদায় করি, সৌদির মানুষ তখন ঘুমিয়ে। আমাদের দেশে যখন এশার ওয়াক্ত, তখন ওই দেশে আসরের ওয়াক্ত শেষ হয় না। মাসের ক্ষেত্রে এক-দুই দিনের পার্থক্য খুবই স্বভাবিক নয় কি?
বিশেষজ্ঞ আলেমরা বলেন, যে বিষয় গোড়া থেকেই সম্ভব নয় বা যে বিষয় পালনে অনেক জটিলতার সৃষ্টি হয়, শরিয়ত কখনো এমন বিষয়ের আদেশ করে না। এজন্য বিশ্বব্যাপী একই দিনে রোজা ও ঈদ করা শরিয়তের নির্দেশ হতে পারে না।