শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ৪ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানে ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ইফতার করতে পারে।
ফেসবুক পোস্টে প্রো-ভিসি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের জন্য ইফতার আয়োজনে ছাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’
পোস্টে তিনি ইফতারের নির্দিষ্ট স্থান উল্লেখ করে বলেন, ছাত্রীদের জন্য কেন্দ্রীয় মসজিদের পূর্ব ও পশ্চিম গেটের মধ্যবর্তী খালি জায়গায় প্যান্ডেল স্থাপন করা হবে। ছাত্রীরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ ও প্রস্থান করবে। অন্যদিকে, ছাত্ররা অজু সেরে মসজিদে এসে ইফতার করবে এবং মাগরিবের নামাজ জামায়াতে আদায় করে প্যান্ডেল ত্যাগ করবে।