গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ খারাপ দল না। গেল কয়েক বছরে তারা উন্নতি করেছে। তারা অনেক শিখেছে। যত বেশি খেলবে, তত শিখবে। শুভকামনা রইল।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খারাপ দল না। গেল কয়েক বছরে তারা উন্নতি করেছে। তারা অনেক শিখেছে। যত বেশি খেলবে, তত শিখবে। শুভকামনা রইল’
বাংলাদেশের এই দলের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে আলাদাভাবে প্রশংসাও করেন ভারতীয় কিংবদন্তি স্পিনার।
শেষপর্যন্ত হরভজনের কথা সত্যি হলে- স্বাগতিক পাকিস্তানকে শূন্য হাতেই বিদায় নিতে হবে নিজেদের আয়োজিত এই আইসিসি ইভেন্ট থেকে। তবে বাংলাদেশকে অবশ্য জিততে হলে শুধু পাকিস্তানের ১১ জন ক্রিকেটারের সাথেই নয়, লড়তে হবে রাওয়ালপিন্ডির গ্যালারি ঠাসা দর্শকদের বিপক্ষেও।