অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্কটা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে— প্রশ্নটি ছিল কোটি টাকার। কারও কাছে ছিল সুনির্দিষ্ট কোনো উত্তর। অবশ্য শোবিজের বাতাসে ভেসে বেড়াত, লুকিয়ে সংসার পেতেছেন তারা। তবে এ বিষয়ে তাদের থেকে মেলেনি কোনো উত্তর।
এদিকে নিজেদের সম্পর্ক নিয়ে মেহজাবীন-রাজীব কথা না বললেও তাদের ছবিগুলো ঠিকই কথা বলে। বিভিন্ন অনুষ্ঠান বা গেট টুগেদারে জোড়ায় জোড়ায় হাজির হন তারা। পাশাপাশি দাঁড়িয়ে, কাছাকাছি বসে হন লেন্সবন্দি। সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায় সেসব ছবি। সেইসঙ্গে ভেসে বেড়ায় গুঞ্জন। এবার সে গুঞ্জন সত্যি হচ্ছে। আসলেই বিয়ে করছেন মেহজাবীন-রাজীব।
রাজীবকেই বিয়ে করছেন মেহজাবীন!
গতকাল জানা যায় মেহজাবীন-রাজীবের বিয়ের খবর। শোনা যায়, চুপিসারে রাজীবকে বিয়ে করছেন মেহজাবীন। আগামী ২৩ ফেব্রুয়ারি মধুমতি মডেল টাউনে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কাছের মানুষদের নিয়ে বিয়ের এই আনুষ্ঠানিকতা সারছেন বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে জানা যায়।
খবরটি ছড়াতেই আর মুখে তালা দিয়ে রাখেননি। বিস্তারিত না বললেও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজীবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। তবে কবে, কোথায়, কখন কী অনুষ্ঠান, এসব বিষয়ে কিছুই জানাতে চাননি।
এদিকে মেহজাবীন-রাজীবের এক ঘনিষ্ঠজন বলেন, ‘তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।’
এদিকে আজ মুক্তি পাচ্ছেন মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। তার বিপরীতে আছেন ফররুক আহমেদ রেহান। ভিকি জাহেদ নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি।