সিনেমাটি দেখে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘গল্পই হচ্ছে এই সিনেমার প্রাণ। আমি পরিবার নিয়ে সিনেমাটি দেখেছি। সামাজিক গল্পে নির্মিত সিনেমাটিতে অনেক বার্তা আছে। এ প্রজন্মের সিনেমাটি দেখা উচিত।’
রাজধানীর ধানমণ্ডি থেকে আগত এক দর্শক বলেন, ‘পোস্টার দেখে সিনেমাটি দেখতে এসেছি। বর্তমানে সামাজিক গল্পের সিনেমা খুব একটা দেখা যায় না। তা ছাড়া অনুদানের সিনেমা হিসেবে কোনো কিছু এই সিনেমায় কমতি নেই। দায়মুক্তি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।’
সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’