বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২৫ শিক্ষাবর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণে পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে পরীক্ষার্থীদের ব্যাগসহ যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার হলে না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের ব্যাগ, হাত ঘড়ি, মোবাইল ফোন কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে না আসার জন্য অনুরোধ করা হলো।
এছাড়া রোল নম্বর জটিলতার কারণে অনেকের নতুন রোল নম্বর নির্ধারিত করা হয়েছে উল্লেখ করে পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার হলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।