কেউ বলিউডে হালে পানি পান না, কেউ বা পান সেরার শিরোপা। অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার, দেখে নিন ক্যারিয়ারের প্রথম ছবিতে জনপ্রিয় তারকরা কে কত পারিশ্রমিক নিয়েছিলেন।
সালমান খান
সালমানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এই ছবিতে কাজ করার জন্য নাকি প্রতি মাসে ১৫০০ টাকা করে পারিশ্রমিক পেতেন সালমান। সে
খান থেকেই তিনি পরিচালক সূরজ বরজাতিয়ার নজরে পড়ে যান। পরের ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’র জন্য ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল ভাইজানকে।
অমিতাভ বচ্চন
১৯৬৯ সালে মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ভুবন সোম’-এ ভয়েস ন্যারেটর হিসেবে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন।
সেখান থেকে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে তাকে নিয়েছিলেন পরিচালক খাজা আহমেদ আব্বাস। এটিই বচ্চনের প্রথম ছবি, পেয়েছিলেন পাচ হাজার টাকা।
হৃতিক রোশন
মাত্র ৬ বছর বয়সে প্রথম অভিনয় হৃতিকের। ১৯৮০ সালে ওম প্রকাশের ‘আশা’ ছবিতে কাজ করেছিল ছোট্ট হৃতিক। ছবিটির জন্য তিনি পেয়েছিলেন ১০০ টাকা
অক্ষয় কুমার
প্রথম ছবি ১৯৯১ সালে, রাজ সিপ্পির ‘সৌগন্ধ’। ডেবিউ ছবির জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এই নায়ক।
সিদ্ধার্থ মালহোত্রা
প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন
টাইগার শ্রফ
প্রথম ছবিতেই এক কোটি টাকারও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
আয়ুষ্মান খুরানা
অভিনয়ের জগতে হাতেখড়ি সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে। এই ছবিতে কাজ করার জন্য আড়াই লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আয়ুষ্মান।