নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি লিখেছেন, ‘‘দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোককে বাড়ি থেকে বের করে আনতে হচ্ছে। আকাশ ঢেকে গেছে ধূসর কালো ছায়ায়। সারাক্ষণ একটা ভয় যদিও এই দমকা হওয়া না কমে তা হলে কী হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি।’’
মার্কিন নাগরিক জেন গুডএনাফকে বিয়ে করে ভারতের পাট গুটিয়েছেন প্রীতি। সেখানেই পেতেছেন সংসার। জেন ও তার ঘরে রয়েছে জমজ দুই সন্তান। চোখের সামনে সব ছাই হতে দেখে ভীষণ আতঙ্কিত হয়েছিলেন অভিনেত্রী। নিরাপদ স্থানে গিয়ে ছেড়েছেন স্বস্তির নিশ্বাস।
এদিকে একই এলাকায় বাস প্রিয়াঙ্কা চোপড়ার। ফলে দাবানল তিনিও দেখেছেন খুব কাছে থেকে। উদ্বিগ্ন পিগি চপস সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, “এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। রাত জেগে যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাঁদের ধন্যবাদ। দাবানলে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”
দাবনলের আগুনে পুড়ে ছাই হয়েছে হলিউডের অসংখ্য তারাকার বাড়ি। সে তালিকায় আছেন ডেমি মুর, অ্যান্থনি হপকিনস্, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ক্যামেরন ম্যাথেসন প্রমুখ।