খালেদা জিয়াকে পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে। এখানেই আপাতত চলবে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা।
খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের সময় বিএনপির নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। পরে একটি কালো গাড়িতে করে খালেদা জিয়াকে নিয়ে যান তারেক রহমান। একটি ভিডিওতে দেখা গেছে, গাড়িটি তিনি নিজেই ড্রাইভিং করছেন। তার পাশের সিটে বসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনের সিটে খালেদা জিয়াসহ অন্যরা।
এর আগে ২০১৭ সালে খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন তখনও তারেক রহমান তাকে বিমানবন্দর থেকে ড্রাইভিং করে নিয়ে গিয়েছিলেন।
ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য রয়েছেন। তারা হলেন— অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।