আসামের গণমাধ্যম দ্য সেন্টিনেল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচ শিশু রয়েছে।
আটককৃতদের নাম হলো- জাকির এস কে, মোহা. মেহেদি হাসান, চাঁদ মিয়া, রুমানা আকতার, মোহা. রিজওয়ান হাওলাদার, জামাল এস কে, বিউটি বেগম, মুন্নি বেগম, নুসরাত জাহান, রুস্তম এস কে, রুবেল কুরেশি। বাকি পাঁচ শিশুর নাম উল্লেখ করা হয়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। সেখানে আটককৃতদের নাম উল্লেখ করে তিনি লেখেন, তাদের শিগগির পুশব্যাক (সীমান্ত দিয়ে ফেরত পাঠানো) করা হবে।
এই ১৬ জন বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা তার বিস্তারিত কিছু উল্লেখ করেনি আসাম কর্তৃপক্ষ।
দ্য সেন্টিনেল জানায়, আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে আসাম পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অননুমোদিত প্রবেশের জন্য একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। আসমা আক্তার নামে চিহ্নিত অনুপ্রবেশকারী আন্তর্জাতিক সীমান্তের কাছে ধরা পড়ে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন।
তার আগে, আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুই বাংলাদেশি নারীসহ ছয় অনুপ্রবেশকারীকে আসাম পুলিশ আটক করেছে এবং এই মাসের শুরুতে পার্শ্ববর্তী দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।