মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি চাই বাংলাদেশের খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, আমরা দেশটা একবার স্বাধীন করে দিয়েছি; আল্লাহর রহমতে দ্বিতীয়বার দেশটা আবার স্বাধীন হয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই এদেশের প্রতিটা মানুষ নির্ভয়ে রাজপথে চলুক। যাকে ইচ্ছে তাকে ভোট দিক, বিএনপিকে দিতে হবে এরকম কোন কথা নেই।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ রয়েছেন। কেন নারাজ, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ এখন নির্বাচন আয়োজন করলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। এটা কি আমাদের দোষ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তাহলে আপনাদের কিসের ক্ষতি? কেন লম্বা করতেছেন? কেন এক বছর, দুই বছর, তিন বছর করতেছেন? এগুলো করবেন না। জনগণের উপর আস্থা রাখেন। এ দেশের জন্য জনগণ সব সময় সঠিক বিচার করবে; বিএনপির দোষ থাকলে তারাই বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে যাবেন না।