শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে ওই যুবককের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত রৌদ্র ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিষাখন্ডি গ্রামের হোসেন ইসলাম ছেলে। তিনি সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার পানপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্বজনরা জানান, চার দিন আগে বন্ধুদের সঙ্গে রৌদ্র ঘুরতে বের হয়েছিল। এরপর থেকে থাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ বিকেলে ধলেশ্বরী নদীতে রৌদ্রের মরদেহ ভেসে উঠে বলে জানায়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল পরিদর্শক করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ। তবে নৌ পুলিশের আওতাধীন জায়গায় হওয়ায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আমিন বাজার নৌ থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করতে মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।