নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দুই দলের এই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৭ ওভারে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭.২ ওভারে ৩ উইকেটে ৪৮ রান করে জয়ের দিকেই এগোচ্ছিল লঙ্কানরা। তবে সুমাইয়া আক্তার, ফারজানা ইয়াসমিন ও নিশিতা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌছাতে পারেনি শ্রীলঙ্কা।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১২২ রান। টাইগ্রেসদের হয়ে ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেছেন সাদিয়া আক্তার, এছাড়া আফিয়া আসিমা ২৫ এবং সুমাইয়া আক্তার করেন ২৪ রান।
এদিকে বিজয়ের দিনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলও। কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা ১৪০ রানে থামলে ৭ রানের জয় পায় বাংলাদেশ।