ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে এই ম্যাচে শুরুতে ভালো খেলেছে জিরোনা। বেশ কয়েকবারই রিয়ালের রক্ষণে ভীতি ছড়িয়েছেন জিরোনার স্ট্রাইকাররা। তবে গোলের দেখা পায়নি স্বাগিতকরা। এদিকে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে রিয়ালও আক্রমণে ধার বাড়ায়।
৩৬ মিনিটে রিয়ালকে লিড এনে দেন বেলিংহাম। দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। এদিকে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আরও দুই গোলের দেখা পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্দা গুলের। এই গোলেও অবদান আছে বেলিংহামের। ৫৫ মিনিটে বেলিংহামের বাড়িয়ে দেয়া বলেই লক্ষ্যভেদ করেন গুলের।
চলতি মৌসুমে গুলেরের প্রথম গোলও এটিই। এদিকে ম্যাচের ৬২ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান ৩-০ করেন এমবাপে। দুই ম্যাচে পেনাল্টি মিস করায় তিনি ছিলেন সমালোচনার ভেতর, ৬২ মিনিটে মদ্রিচের পাস থেকে বল পেয়ে দারুণ এক শটে তিনি খুঁজে নেন জালের ঠিকানা। লিগে এটি রিয়ালের হয়ে এমবাপের ৯ম গোল।