ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠণের জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল। বৃহস্পতিবার (২৭ মে) জেনেভায় অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ‘মানবাধিকারের গুরুতর পরিস্থিতি’ বিষয়ক বিশেষ সেশনে এ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবটি সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফিলিস্তিন, পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রস্তাবে বলা হয়েছে, কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চল এবং ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠণ করা হবে। কমিশনের সদস্যদের নিয়োগ দেবেন মানবাধিকার বিষয়ক কমিশনের প্রেসিডেন্ট।
অঞ্চলটিতে গত ১৩ এপ্রিল থেকে হওয়া আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সকল অভিযোগের তদন্ত করবে গঠিত কমিশন, প্রস্তাবে উল্লেথ করা হয়েছে। পাশাপাশি পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের সকল বেসামরিক নাগরিকদের জন্য তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা জড়ো করতে সকল রাষ্ট্র, আন্তর্জাতিক এজেন্সি এবং দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মানবিক সহায়তাগুলো সুষ্ঠভাবে সরবরাহ করতে সহায়তার জন্য ইসরায়েলের প্রতিও প্রস্তাবে আহ্বান জানানো হয়। ২৪টি ভোটের মাধ্যমে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৯টি দেশ ‘না’ ভোট দিয়েছে এবং ১৪টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।