গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।
এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ। ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এবার পাঁচটি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ১৫ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।