ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালি থানায় গত ২১ নভেম্বর এ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১২। ঘটনাস্থল হিসেবে ঢাকা জেলার কোতয়ালী থানাধীন বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবন সংশ্লিষ্ট এলাকা, কোর্ট হাউজ স্ট্রীট, ওয়ার্ড নং-৩৬, কোতয়ালী, ঢাকা, বাংলাদেশ, ১.৫ কিমি, উত্তর-পূর্ব দিক, বিট নং-০১, বাবু বাজার পুলিশ ফাঁড়ি উল্লেখ করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। অনিককে প্রথমে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর গত ৩১ জুলাই কিছুটা সুস্থ হলে হাসপাতাল ত্যাগ করেন অনিক।
পনেরো দিন হাসপাতালে থাকার পর পুনরায় অসুস্থ হয়ে পড়লে অনিক-কে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়।
মামলার বাদী অনিক কুমার দাস বলেন, আপনারা জানেন- আমাকে গুলি করা হয়েছিল। আমি দীর্ঘদিন হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলাম। এখনো শরীরে ব্যথা করে। আমি অবশ্যই এর ন্যায়বিচার চাই।