দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝড়িয়েছেন তাসকিন। টাইগার এই স্পিডস্টার একাই নিয়েছেন ৬ উইকেট। ১৪.১ ওভার বল করে তিনি ৬৪ রান দিয়েছেন তিনি। এছাড়া মিরাজ ২টি এবং শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম পেয়েছেন ১টি করে উইকেট। তাসকিনের তোপের মুখে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস থামে ১৫২ রানে।
টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডারও দলের হাল ধরতে পারেনি। লিটন দাস ২২ রানে আউট হওয়ার পর অধিনায়ক মেহেদী মিরাজ ৪৬ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরেন। এরপর আউট হয়েছেন তাইজুলও। বাংলাদেশ চতুর্থ দিনের খেলা শেষ করে ৭ উইকেটে ১০৯ রানে। আজ পঞ্চম দিনে জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২২৫ রান, হাতে আছে কেবল ৩ উইকেট, স্বীকৃত ব্যাটারদের মধ্যে আছেন কেবল জাকের আলী।
এদিকে অ্যান্টগায় জিততে হলে রেকর্ডও গড়তে হবে টাইগারদের। এর আগে বাংলাদেশ সাদা পোশাকেসর্বোচ্চ ২১৭ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল। সেই ম্যাচও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। গ্রানাডায় সেই ম্যাচের চেয়েও ১১৭ রান বেশি করতে হবে অ্যান্টিগায় আজ বাংলাদেশকে জিততে হলে।