দে্শে এখনো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কাটেনি। এর প্রভাবে আজও উপকূলে জলোচ্ছ্বাস থাকার সম্ভাবনা রয়েছে। তবে গতকালের (বুধবার) চেয়ে পানির উচ্চতা কিছুটা কমবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় উপকূলের বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানির উচ্চতা গতকালের চেয়ে কম থাকবে। ২ থেকে ৪ ফুট পর্যন্ত থাকতে পারে, যোগ করেন তিনি। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সকালে বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পূর্ব/পূর্বদিক থেকে ঘণ্টায় (১৫-২০) কিমি., যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ কিমি.। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬%।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় (তিন দিন) বলা হয়েছে, বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে এবং বাড়তে পারে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মংলায় ৪৫ মিলি.।
নদীবন্দরে সতর্ক সংকেত
রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্য অঞ্চলগুলোর উপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বেলা ১টা পর্যন্ত এ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।