মেগা নিলাম বসেছে সৌদি আরবের জেদ্দায়। এবারের নিলামেও টাকার ঝড় উঠবে এমনটা প্রত্যাশিতই ছিল। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়ল দাম।
নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ছিল ৬৪১.৫০ কোটি রুপি। রোববার নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে ৪৬১ কোটিতে। ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করল ১৮০.৫ কোটি রুপি। অর্থাৎ ১২ প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় দেড় কোটি রুপি। আর সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো আড়াই লাখ রুপি। মোট অর্থের ২৮ শতাংশ খরচ হলো শুধু মার্কি প্লেয়ারদের কিনতে।
এদিন প্রথমে ১২ জন মার্কি প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয়। সেখানে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। এই দুই ক্রিকেটারের জন্য ৫৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ হয়। তার মধ্যে শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লাখে কিনেছে পাঞ্জাব কিংস। আর পান্তকে লখনউ কেনে ২৭ কোটি রুপিতে। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় ১০ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে। গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্তের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পান্ত এর আগে ১৬ কোটি রুপি পেয়েছিলেন। এবার তার দাম ৬৮.৭৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, শ্রেয়াস গতবার কেকেআর থেকে ১২ কোটি ২৫ লাখ রুপি পেয়েছিলেন। এবার তার দাম বাড়ল ১১৮.৩৭ শতাংশ।