দেশের ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে হাইপারফরম্যান্স ইউনিট, বাংলা টাইগার্সকে একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি করে দিচ্ছে বিসিবি। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর জন্যও একই ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার ধারাবাহিকতায় চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দল। এই সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২১ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগার যুবরা। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর।
এরপর ১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ। পরের দুটি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান।
বাংলাদেশ স্কোয়াড: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসাইন, ফারহান সাদিক, অদ্রিতো ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মেহেনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আশিক, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন, আল রাফি এবং সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মুবাসির ইসলাম, ফাইয়াজ রহমান এবং কাউসার আহমেদ।