ইরানে গত মাসে ইসরায়েল যে প্রতিশোধমূলক হামলা চালিয়ে ছিল, সেই হামলার সময় তেহরানের পাশে পারচিন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালায় বলে দাবি ইসরায়েলের। খবর টাইমস অব ইসরায়েলের।
৩ মার্কিন ও দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারচিনে গত ২৬ অক্টোবর ইসরায়েলের ঘন্টাব্যাপী চালানো বিমান হামলায় দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক চুল্লি ধ্বংস হয়ে গেছে।
এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা থমকে গেছে বলেও দাবি করেছে ইসরায়েল। তবে, এ ব্যাপারে ইরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) তেহরান সফরকালে তিনি এগুলআ পরিদর্শন করেন।
শুক্রবার গ্রোসির সঙ্গে ফোরডো এবং নাটানজে তেহরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন।
গ্রোসি সফরকালে তার সঙ্গে ছিলেন আইএইএ-এর ডেপুটি মহাপরিচালক এবং সুরক্ষা বিভাগের প্রধান মাসিমো আপারো, এইওআই-এর ডেপুটি বেহরুজ কামালভান্দি এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।