অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিচ্ছেন বিভিন্ন পরিকল্পনা। ইতোমধ্যে এই বিষয়ে কাজও শুরু হয়েছে। আজ বিসিবির এক ভিডিও বার্তায় সেসবের একটি রূপরেখা দেন ফারুক আহমেদ।
পরিবেশ ঠিক রাখা নিয়ে বিসিবি প্রধান জানান, মাঠ যাতে নোংরা না হয় এবং স্টেডিয়ামের আশপাশ পরিষ্কার রাখা থাকে, সেই ব্যাপারেও সচেতনতা থাকবে।
বিপিএলে অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ অনেক দিনের। এবার নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে। শুধু মাঠের ক্রিকেটেই নয়, খেলার বাইরেও বিপিএল হয়ে উঠবে বড় বড় তারকাদের মিলনমেলা।
আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যেতে বিদেশি সেলেব্রিটিদের আনা হবে, হওয়ার কথা রয়েছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান। এছাড়া বিশ্বের সেরা সেরা মানুষের ধুলো পড়তে পারে বাংলাদেশে, বিপিএলের বদৌলতে।