জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) দুপুরের পর তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পেয়ে চার ঘণ্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।
বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনের সংগঠক একেএম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা তিন কার্যদিবসের আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু আজ (মঙ্গলবার) ১২টায় মিটিং দেওয়া হয়েছে। আজ আমাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে।’
শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) মিটিংয়ে শিক্ষা উপ-উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী), তথ্য উপদেষ্টা নাহিদ, সেনাবাহিনীর কর্মকর্তারাও থাকবেন। ইউজিসির যে পাইলট প্রকল্প সেটার কার্যক্রম যখনই শুরু হবে সেটায় প্রথম বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে বলে তাঁরা আমাদের জানিয়েছে।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার বেলা ১২টায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ সভার জন্য আহ্বান জানানো হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে থেকে দুইজন করে প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন।