এতে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার।
জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, তবে জুলাই মাসে তা উল্লেখযোগ্যভাবে কমে ১৯১ কোটি ডলারে দাঁড়ায়, যা গত ১০ মাসে সর্বনিম্ন। কিন্তু আগস্ট থেকে রেমিট্যান্সের প্রবাহ স্থিতিশীল হতে শুরু করে, এবং ওই মাসে রেমিট্যান্স আসে ২২২ কোটি ১৩ লাখ ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার হয়েছে, এবং অক্টোবরে সামান্য কমে ২৩৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।