প্লে অফ সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতে জেতায় এবং একটিতে হারায় এখন পরের রাউন্ডে যাওয়া নির্ধারিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি দিয়ে। তৃতীয় ও নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৯ নভেম্বর), ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামির ঘরের মাঠে।
প্রতিপক্ষের মাঠে মেসিদের শুরুটা হয়েছিল ভালোই। এমনকি ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল মেসিরাই। ম্যাচের ৪০ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় মিয়ামি। আটলান্টার গোলকিপার ব্রাড গুজানের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। তবে শুরুতে লিড পেলেও তা ধরে রাখতে পারেনি মিয়ামি।
প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফিরে আতালান্তা। মিয়ামির চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে দুর্দান্ত ছিল আতলান্তা। মেসিরা ৫৯ শতাংশ সময় বল দখলে রাখলেও ১১টি শট নিতে পারে মিয়ামি যার কেবল ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩টি শট নিয়ে আতলান্তা লক্ষ্যে রাখে ১৩টি।
এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁধে বিপত্তি। আতলান্তার জান্দে সিলভা জালের দেখা পেলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের। দুই ম্যাচের একটি জেতায় এবং একটি হারায় এখন পরের রাউন্ডে যেতে সিরিজের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে জয়ের কোনো বিকল্প নেই মেসিদের।