আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়। বাংলাদেশ থেকে সরে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু। প্রোটিয়ারা বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়েও তৈরি হয় সংশয়। তবে নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা, অক্টোবরের মাঝামাঝিতেই টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসছে দলটি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে, এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
এর আগে কদিন আগেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হয়েই বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার আসন্ন এই সিরিজের দুইটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।