গতকাল শুক্রবার (২০ অক্টোবর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত পথচারী কিশোর সাইমুন (১৩) মারা গেছে। আজ শনিবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর ধানমণ্ডির বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করে সাইমুন।
সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা গোলাম সরোয়ার ও সাইমুনের বাবা ইউনুস। সাইমুন হাজীগঞ্জ পৌর এলাকার খাটোরাতে থাকতেন।
মিঠানিয়া ব্রিজের পাশের একটি মাদরাসায় সে পড়ালেখা করত। তাদের মূল বাড়ি ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নর দিকদাইর গ্রামে।মো. ইউনুস কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলে একটি কাজে হাজীগঞ্জ বাজারে যায়। সেখানে সে বড় মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি আসার জন্য সাধনার সামনে দাঁড়িয়ে ছিল।
এ সময় সে মারামারির মধ্যে পড়ে গেলে অজ্ঞাতপরিচয় লোকজন তাকে মারাত্মক আহত করে ফেলে রেখে চলে যায়। পরে কয়েকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ মুন হসপিটালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার দুপুরে নিয়ে যাওয়া হয় ঢাকায়।
ঢাকাতে আজ রাতে সে ইন্তেকাল করে। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ‘আপনাদের মাধ্যমে মাত্র খবর পেয়েছি, খোঁজখবর নিচ্ছি।’