রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে পোশাক কারখানা চালুর পর নতুন করে অস্থিরতা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পোশাক শিল্প মালিকরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় নিজেদের এমন অবস্থানের কথা জানান পোশাক মালিকরা।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পোশাক শিল্পে অস্থিরতা মালিক-শ্রমিক কারোই কাম্য নয়। পোশাক শিল্পে সংঘাতময় পরিস্থিতির সুযোগ নেবে তৃতীয় পক্ষ। এতে মালিক-শ্রমিক কারোরই লাভ হবে না।
এরপর চলে শ্রমিক নেতা, মালিক ও উপদেষ্টাদের আলোচনা। সভায় মালিকরা সিদ্ধান্ত নেন রোববার থেকে পোশাক কারখানা চালু থাকবে। তবে কোন সমস্যা হলে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে। সেসময় কোনো সমস্যা তৈরি না করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা।