বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম ওপার বাংলার শহর কলকাতার প্রথম সিনেমাতেই নজর কেড়েছেন। সিনেমার নাম ‘ডিকশনারি’। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তির পর থেকে বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় আছেন সিনেমাটি দেখার জন্য। বাংলাদেশি দর্শকদের সেই সুযোগ এসেছে এবার। আগামীকাল (২৩ মে ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলকাতার জি বাংলা টেলিভিশনে দেখা যাবে সিনেমাটি।
বিশিষ্ট নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলমী বসু।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা গেছে, যাঁর শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে তিনি ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন।
এই সিনেমায় সফলতার পর একই পরিচালকের কলকাতার ‘হুব্বা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে পলিটিক্যাল থ্রিলার সিনেমাটি নির্মিত হবে।