চীনের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, বাংলাদেশকে আরো ছয় লক্ষ টিকা উপহার দেবে চীন। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে ফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই প্রতিশ্রুতি দেন। ইতোমধ্যে চীন বাংলাদেশকে পাঁচ লক্ষ টিকা উপহার হিসেবে দিয়েছে।
বাংলাদেশে চীনের করোনা ভাইরাসের টিকার নিরবিচ্ছিন্ন সরবরাহ (stable supply) অব্যাহত রাখতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই । ফোনালাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের সাথে চীনের করোনা টিকার যৌথ উৎপাদনের অনুরোধ করেন। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশে করোনার টিকার যৌথ উৎপাদনে সেদেশের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে।
ওয়াং ই জানান, চীন বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, তুরস্ক, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাতের সাথে টিকার যৌথ উৎপাদনে সহযোগিতা অব্যাহত রেখেছে । এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক চালু করার বিষয়ে শীঘ্রই উদ্যোগ নেবে চীন।