জাতীয় পার্টির বর্তমান অবস্থানের জন্য আওয়ামী লীগ অনেকাংশে দায়ী উল্লেখ করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের দলকে নষ্ট করতে চেয়েছে। আমাদের রাজনীতি করতেও বাধা দিয়েছে।’ আজ সোমবার দুপুরে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলে তিনি। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু তাদের একটি সমর্থক গোষ্ঠী আছে। আগামী নির্বাচনে তাদের একটা ভূমিকা থাকবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, বিএনপি ক্ষমতায় না এসেই তাদের নেতা-কর্মীরা যে অবস্থা সৃষ্টি করেছে, তা সাধারণ মানুষ পছন্দ করছে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘১৯৯৬ সালের জুনে আওয়ামী লীগ আমাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল। আমরা তখন জনগণের ইচ্ছার প্রতি সম্মান রেখেই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম। পরে, আওয়ামী লীগই আমাদের দলকে দ্বিখণ্ডিত করেছিল।’
সর্বশেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমরা যেতে চাইনি। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল—নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তারপরও আমরা নির্বাচনে যেতে চাইনি, তখন জোর করে আমাদের নির্বাচনে নেওয়া হয়েছে। আমাদের অফিস ফেরাও করে রাখা হয়েছিল, আমরা যাতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে না পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, শেরীফা কাদের, মাসরুর মওলা, জসীম উদ্দিন ভূঁইয়া, আরিফুর ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম প্রমুখ।