কলম্বিয়ায় কোপা আমেরিকা হচ্ছে না। খবরটা পুরনো। তবে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ এ ফুটবল আসর হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। কিন্তু সে আশায় গুড়ে বালি। এবার আর্জেন্টিনায়ও কোপা আমেরিকা আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কেননা করোনার কারণে লিওনেল মেসির দেশে ফুটবল আয়োজন বন্ধ হয়ে গেছে।
দেশটিতে স্থগিত ফুটবল মাঠে না গড়ালে নতুন করে আয়োজক খুঁজতে হতে পারে এখন কনমেবলকে। কলম্বিয়ার আয়োজকস্বত্ব কেড়ে নিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। দেশটিতে সরকারবিরোধী সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছে। নিহত হয়েছে অন্তত ১৫ জন। এ কারণে আসরের আয়োজকের তালিকা থেকে কলম্বিয়ার নাম কেটে দিয়েছে সংস্থাটি।
করোনা মহামারীর কারণে এক বছর পিছিয়ে গেছে টুর্নামেন্টটি। লাতিন আমেরিকা ফুটবলের বৃহত্তম এ ফুটবল আসর শুরু হচ্ছে চলতি বছরের ১৩ জুন। ফাইনাল দিয়ে ২৭ দিনের এ প্রতিযোগিতা শেষ হবে ১০ জুলাই।