৪৫ ওভারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দলের বিপক্ষে তামিম ইকবালের বিসিবি লাল দল জয় পেয়েছে পাঁচ উইকেটের বড় ব্যবধানে, চার উইকেট হাতে রেখে। এতে বড় অবদান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ের।
৪৫ ওভারের ম্যাচে আগে ব্যাট করে সবুজ দল করে ৩ উইকেটে ২৮৪ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৪ বলে সর্বোচ্চ ৬৪ রান এসেছে আফিফ হোসেনের ব্যাট থেকে। এছাড়া ওপেনিংয়ে সৌম্য সরকার ৭০ বলে করেন ৬০ রান ও পাঁচ নম্বরে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৬২ রান। দলের বাকিদের সুযোগ দিতে এই তিনজনই গিয়েছেন স্বেচ্ছা অবসরে।
লাল দলের রান তাড়ায় তামিম আউট হন ৫৮ বলে ৮০ রান করে। ৫৫ বলে ৬৪ রান করে নিজ থেকে ব্যাটিং ছাড়েন মুশফিক। শেষ দিকে নেমে ১২ বলে ২৬ রানের দারুণ ক্যামিও খেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। পাঁচ উইকেট হাতে রেখেই ৪১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
আইপিএল খেলে আসা দুই ক্রিকেটারের মধ্যে সাকিব আউট হন ২০ বলে ২৮ রান করে। পরে বল হাতে ৬ ওভারে ৪৫ রান খরচায় উইকেট নেন ১টি। লাল দলের হয়ে মুস্তাফিজ ৭ ওভারে ৪৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। বোলারদের মধ্যে ৯ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শেখ মাহেদী। এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় স্বস্তি রিয়াদের বোলিংয়ে ফেরা। সবুজ দলের হয়ে ৫ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।