দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি হওয়ার কথা রয়েছে আজ। ঢাকা মহানগর হাকিম আদালতে বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে শুনানি হতে পারে। এর আগে মঙ্গলবার সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকা মহানগর হাকিম মো. জসিমউদ্দিন। রোজিনা ইসলামের পরিবারের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাঁচাতেই তাকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও পরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে কমিটি করায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।
সোমবার ছয় ঘণ্টা আটকে রাখার পর রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বাস্থ্য সেবা বিভাগ। রাষ্ট্রীয় গোপনীয়তার দণ্ডবিধির দুটি ধারায় শাহবাগ থানায় মামলাটি করা হয়। অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় গোপন নথির ছবি তুলেছেন রোজিনা ইসলাম। স্বাস্থ্যখাতের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন করে আসছিলেন তিনি।