গত বছরও লকডাউনের সময়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্ফান তছনছ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো। লন্ডভন্ড হয়ে গিয়েছিল সুন্দরবন ও উপকূলের জেলাগুলি।
সেই ‘ঘা’ পশ্চিমবঙ্গে শুকাতে না শুকাতেই বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে ‘যশ’। যা আম্ফানের থেকেও ভয়ঙ্কর ক্ষতি করতে পারে জানানো হয়েছে। প্রসঙ্গত, ওমান এই ঝড়ের নামকরণ করেছে যশ।
আবহাওয়াবিদদের মত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। এর জেরে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে দুই বাংলার সুন্দরবন।
এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে। প্রাথমিক অনুমান করা গিয়েছে যশের প্রভাব থাকবে ভারতের ওড়িষা রাজ্য থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত।
আবহাওয়াবিদদের আশঙ্কা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে ভারতের আবহাওয়ার খামখেয়ালিপনা বেড়েছে। ঘূর্ণিঝড় যশের অনুমান সঠিক হলে ক্ষয়ক্ষতির রেকর্ড আম্ফানকেও ছাড়িয়ে যেতে পারে।