শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০টি দলের অংশগ্রহণে আগামী ২৯ জুন পর্যন্ত চলবে চার-ছক্কার ধুন্ধুমার আসর। সবচেয়ে বেশি দলের ক্রিকেট বিশ্বকাপও বলা যায় এবারের আসরকে। আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান।
যে ম্যাচটি ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে ক্রিকেট প্রেমিদের মাঝে। তবে এই ম্যাচে সব থেকে সমালোচনার মুখে নিউইয়র্কের স্টেডিয়ামের উইকেট। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্রীড়া বিশ্লেষক থেকে শুরু করে ক্রিকেটাররাও সমালোচনা করছেন উইকেট নিয়ে।
গতকাল অফিসিয়ালি যাত্রা শুরু করেছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররা। অতিরিক্ত বাউন্সারের সামনে দিশেহারা হয়ে পড়েছিলেন ব্যাটাররা। আউটফিল্ড ছিলও ধীরগতির। সব মিলিয়ে সমালোচনার মুখে স্টেডিয়ামটি।
জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘একটি নতুন দেশে ক্রিকেটকে পরিচয় করিয়ে দেওয়ার এটাই সেরা পন্থা কিনা আমি নিশ্চিত নই।’
লঙ্কানদের বিপক্ষে ছয় উইকেটের জয়ের পর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, ‘অনেক কঠিন উইকেট। এই উইকেটে রান তোলা বেশ কঠিন। এই উইকেট ব্যাটারদের জন্য মোটেও অনুকূলে নেই। কারণ এখানে কোনো বল বাউন্স হচ্ছে, আবার কোনো বল নিচু হয়ে আসছে। এবং পুরোনো বলেও সুইং পাচ্ছে বোলাররা। যা ব্যাটারদের জন্য বেশ কঠিন।’
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি ক্রিকবাজকে বলেছেন, ‘আমি স্পষ্টতই বলছি, এই উইকেট গ্রহণযোগ্য নয়। এই মাঠের আউটফিল্ড বেশ ধীরগতির। এটার মূল কারণ, এখানে বালির পরিমাণ বেশি। দলগুলির জন্য রান করা কঠিন। ধারাবাহিকভাবে ছক্কা হাঁকানো সম্ভব নয়।’