ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন। ‘ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজে।
মঙ্গলবার (২৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দেওয়ার মাধ্যমকে আয়ারল্যান্ড, নরওয়ে এবং অন্যান্য ১৪৪টি দেশের সঙ্গে যুক্ত হয়েছে স্পেন।