ঈদের সাতদিন দেশের টেলিভিশন চ্যানেলগুলো থাকে বিশেষ বিশেষ আয়োজন। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। এবার দেখে নেওয়া যাক ঈদের চতুর্থ দিন কোন চ্যানেলে কী অনুষ্ঠান থাকছে।
এটিএন
সকাল ৯ টায় হুমায়ূন আহমেদের রচনায় ও মাহফুজ আহমেদের পরিচালনায় নাটক ‘গনি সাহেবের শেষ কিছুদিন’। অভিনয়ে আবুল হায়াৎ, মোশাররফ করিম ও অপি করিম। রাত ৮টা ২০ মিনিটে রুবেল হাসানের রচনা ও পরিচালনায় নাটক ‘সামবাদিক’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টা ৩০ মিনিটে দেবব্রত রনির পরিচালনায় টেলিফিল্ম ‘আগন্তক’।
এনটিভি
সকাল ৯ টায় নাটক ‘সে ভালোবেসেছিল’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী। রাত ৮টায় শ্রাবণী ফেরদৌস পরিচালিত নাটক ‘লক্ষ্মী টেরা বউ’। অভিনয়ে জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা, রুম্পা, সবুজ রহমান। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘মেইড ফর ইচ আদার’। রচনা ও পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, তাসনিয়া ফারিন, জেরিন খান রত্না, সাগর হুদা, শিখা খান। রাত ১১টা ৫ মিনিটে সোহেল রানা ইমন পরিচালিত নাটক ‘বিজ্ঞাপন’। অভিনয়ে মোশারফ করিম, হিমি, নূরে আলম নয়ন, নিকল কুমার মন্ডল, ওয়ালিউল হক রুমি।
আরটিভি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রীতি দত্তের রচনা ও পরিচানায় নাটক ‘কাপল অফ দ্য সিটি’। অভিনয়ে রাফিয়াত রশীদ মিথিলা, ইরফান সাজ্জাদ। রাত ৮টা ৩০ মিনিটে কচি খন্দকারের রচনায় ও আজাদ কালামের পরিচালনায় নাটক ‘যমজ ১৪’। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা, রুমী। রাত ১০ টায় শফিকুর রহমান শান্তনুর রচনায় ও মাহমুদ হাসান রানার পরিচালনায় নাটক ‘দৌড়ের উপর ঔষধ নাই’। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, কেয়া পায়ের, মনিরা মিঠু। রাত ১১টা ৫ মিনিটে আফরিন জামান লিনার রচনায় ও রাকেশ বসুর পরিচালনায় নাটক ‘রক্ত’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে টেলিছবি ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ। বিকেলে ৪টা ৩০ মিনিটে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া। রাত ৭টা ৪৫ মিনিটে নাটক ‘আফ্রিকান বউ’। রচনা জিয়াউদ্দিন রাজু, পরিচালনায় এম আই জুয়েল। অভিনয়ে তানজিন তিশা, জোভান। রাত ৯টা ৩৫ মিনিটে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটক ‘অকাজের কাজি’। অভিনয়ে সাফা কবির, তৌসিফ।
একুশে টিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘ভিতরে বাহিরে’। অভিনয়ে তানজিন তিশা, ইরফান সাজ্জাদ। রাত ৯টা ২০ মিনিটে টেলিছবি ‘মরনোত্তম’ অভিনয়ে মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষন, মাকনুন সুলতানা মাহিমা। রাত ১১টা ২০ মিনিটে নাটক ‘সেকেন্ড চান্স’। অভিনয়ে শামমি হাসান সরকার, নাদীয়া মীম।
বৈশাখী টিভি
রাত ৮টা ১০ মিনিটে মির্জা রাকিবের রচনায় ও সাদেক সিদ্দিকীর পরিচালনায় নাটক ‘কারাতে বউ চাই’। অভিনয়ে শিপন মিত্র, হুমায়রা সুবাহ, সানাই রাজ।
দেশ টিভি
রাত ৭টা ৪৫ মিনিটে নাটক ‘শ্রাবণে বৃষ্টির ঘনঘটা’। রচনায় সজল আহমেদ, পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মম।
মাছরাঙা
সন্ধ্যা ৬টায় স্বাধীন শাহের রচনায় ও বর্ণ নাথের পরিচালনায় নাটক ‘দহন’। অভিনয়ে মীর সাব্বির, তানজিকা আমিন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রচনায় মুনতাহা বৃত্তা, পরিচালনায় সাইদুর রহমান রাসেল টেলিফিল্ম ‘মবিনের সংসার’। অভিনয়ে জাহিদ হাসান, মিথিলা। রাত ৯টায় রচনায় মারুফ হোসেন সজীব, পরিচালনায় পনির খান নাটক ‘সন্ধ্যা নামতে দেরী’। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। রাত ১০টায় নাটক ‘ইহার চেয়ে উহাই উত্তম’
দীপ্তটিভি
বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘লাবনী’। অভিনয়ে মনোজ প্রামাণিক, টয়া, শাহাদাত। সন্ধ্যা ৮টায় মাবরুর রশীদ বান্না পরিচালনায় নাটক ‘ল্যাম্পপোস্ট’। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ১২টা ১০মিনিটে নাটক ‘ফ্যাশন’। রচনা ও পরিচালনায় মহিদুল মহিম। অভিনয়: অপূর্ব, মেহেজাবিন।
নাগরিক টিভি
রাত ৯টায় নাটক ‘ইউল ইউ ম্যারি মি’ অভিনয়ে তৌসিফ তাসনিয়া ফারিন।