মোহাম্মদ আলীর স্ত্রী সাবরিনা জানান, গত ৮ মে ভোরে বাসা থেকে বের হয়ে চকবাজারের পূর্ব ইসলামবাগে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যান মোহাম্মদ আলী। ওইদিন রাতে তিনি বাসায় ফিরে আসেননি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি কেউ। আমরা বহু জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। উপায় না পেয়ে চকবাজার থানায় জিডি করেছি, কিন্তু পুলিশও এখনো কোনো ভালো খবর দিতে পারল না। আমি আমার স্বামীকে ফেরত চাই।
নিখোঁজ মোহাম্মদ আলীর খালাতো ভাই সুমন ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদ আলী সবসময় ব্যবসার কাজে যুক্ত থাকেন, অন্য কোনোকিছুতে জড়িত নন। রাজনৈতিক কোনো ব্যাপারেও তার সংশ্লিষ্টতা নেই। তিনি কীভাবে হারিয়ে গেলেন নাকি তাকে কেউ তুলে নিয়ে গেল, আমরা কিছু বুঝতে পারছি না। তাকে নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় আছে। আমরা অনুরোধ করছি প্রশাসন যেন তাকে খুঁজে পেতে সহায়তা করে।
এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহেদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ সংক্রান্ত একটি জিডি হয়েছে থানায়। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য আমরা কাজ করছি।